এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায় মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা এলাকায়। ঘটনার খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। কি কারণে আত্মহত্যা তা নিয়ে দ্বন্দ্বে পরিবার থেকে তদন্তকারী পুলিশ অফিসাররা।
পুলিশ সূত্রে মৃতার নাম স্বস্তিক মন্ডল।হবিবপুর থানার কুচপুকুর এলাকার বাসিন্দা।বাঙ্গিটোলা ডাকঘরে শাখা পোস্ট মাস্টারের কাজে নিযুক্ত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, এদিন খুব সকাল সকাল অফিসে যায়, তাকে ফোন মারফত পরিবারের লোকজন যোগাযোগের চেষ্টা করল ফোন না ধরায় যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর স্থানীয় বাসিন্দাদের সাথে যোগাযোগ করে পরিবারবর্গ। স্থানীয় বাসিন্দারা ডাকঘরে পৌঁছে গেট ভেঙে দেখতে পান ভিতরে ঝুলন্ত অবস্থায় রয়েছে স্বস্তিক মন্ডল। এই খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার পুলিশ সহ পরিবারবর্গ। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
কি কারনে পোস্ট অফিসে আত্মহত্যা এই নিয়ে দ্বন্ধে রয়েছে পরিবারবর্গ। পরিবারে কোনরকম গন্ডগোল অশান্তি ছিল না বলে জানিয়েছেন পরিবারবর্গ।পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠিয়ে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত নেমেছে।