এখনও শরীরের কোনও উন্নতি হয়নি প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের

এনবিটিভি ডেস্ক, মোজাফ্ফার আহমেদ: গত ৯ই আগস্ট নিজের বাসভবনের শৌচাগারে পড়ে গিয়ে চোট নিয়ে দিল্লির কন্টেন্টমেন্টের সেনা হাসপাতালে ভর্তি হন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সেখানে তার করোনা পরীক্ষা করলে কোনো উপসর্গ ছাড়াই রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজে ট্যুইট করে পুরো ঘটনাটি জানান এবং তার সংস্পর্শে আসা প্রত্যেককে হোম আইসলাশনে যেতে বলেন।

প্রায় দুই সপ্তাহ কেটে গেল এখনও শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। সেনাবাহিনীর রিসার্চ এন্ড রেফারেল হাসপাতাল রবিবার সকালে বুলেটিন দিয়ে জানিয়েছেন, ‘আজ সকাল পর্যন্ত প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি। তিনি গভীর কোমায় রয়েছেন এবং ভেন্টিলেটর সাপোর্টে আছেন। তার ভাইটাল প্যারামিটারগুলি স্থিতিশীল রয়েছে।’

Latest articles

Related articles