আবারও কারখানা বন্ধ! কর্মহীন হলেন ৯০জন কর্মী

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20200824-WA0042

এনবিটিভি ডেস্ক , মোজাফ্ফার আহমেদ:
এপ্রিল থেকেই আমরা দেখছি শ্রমিকরা কাজে যেতে না পেরে দুবেলা খাবার জোটাতে হিমশিম খাচ্ছিলেন। তারপর সময় যত এগিয়েছে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। করোনা সংকটের মধ্যে রুজি-রোজগার নিয়ে চিন্তা সময়ের সাথে সাথে বাড়তে থেকেছে। মালিকপক্ষও বহুদিন কারখানা বন্ধ থাকার কারণে পুঁজি হারাতে বসেছেন।

এবার হলদিয়ার এক ভোজ্যতেল কারখানায় তালা ঝুলল। এই কারখানায় কর্মরত প্রায় ৯০জন কর্মহীন হয়ে পড়লেন। প্রতিদিনের মতই শনিবার কাজে গিয়ে তারা দেখলেন কারখানার গেটে নোটিশ ঝুলছে। সেখানে জানানো হয়েছে, কারখানার আধিকারিকদের সঙ্গে কর্মীদের কোনও সম্পর্ক থাকবেনা। যদি কারোর কাছে সংস্থার কোনো জিনিস থেকে থাকে তাহলে তা একমাসের মধ্যে জমা দিতে হবে। সংস্থার তরফে আধিকারিক আশিস মিশ্র বলেন,’আদালতের নির্দেশ মতোই সব কর্মী আধিকারিক কর্মহীন হয়ে পড়লেন’।

আধিকারিকরা এভাবেই সব দায় আদালতের উপর দিয়ে দিল। সংস্থাটির বিরুদ্ধে অভিযোগ তারা বিপুল অর্থের ঋণ নিয়ে যথা সময়ে পরিশোধ করতে পারেনি। সংশ্লিষ্ট ব্যাঙ্ক আদালতের দ্বারস্থ হলে আদালত ১৯শে আগস্টের মধ্যে কারখানার সম্পত্তি বিক্রয় করে পাওনাদারদের ঋণ পরিশোধ করার নির্দেশ দেয়। তারপরেই ২০১২ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে উদ্বোধন হওয়া জেভিএল আগ্র্য ইন্ডাস্ট্রিজ লিমিটেডে তালা ঝোলে।

কর্মীদের একজনের গলায় শোনা যায়, ‘লকডাউনের কারণে এমনিতেই হাতে টাকা নেই এবার কারখানাও বন্ধ হয়ে যাওয়ায় সংসার কিভাবে চালাব বুঝতে পারছিনা।’

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর