রফিকুল ইসলাম মামুন
সিলেট জেলা প্রতিনিধি
সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ডের রামকৃষ্ণপুর-মাধবপুর (টুকেরগাঁও) দুটি গ্রামের জনসাধারণের চলাচলের একমাত্র রাস্তাটির বেহালদশা।
নোয়াগাঁও জামেমসজিদ এর সংলগ্ন এলজিইডি রাস্তা হতে রামকৃষ্ণপুর হয়ে মাধবপুর (টুকেরগাঁও) পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তাটির স্থানে স্থানে বিগত পরপর পলায়নকারি বন্যার দরুণ বিশাল গর্তের সৃষ্টি হওয়াতে জনসাধারণের যাতায়াত করতে মারাত্মক দূর্ভোগ পোহাতে হচ্ছে।
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদের দ্বারা উপজেলা পরিষদের বরাদ্দ থেকে প্রায় ১০০ মিটার রাস্তা সিসি দ্বারা ঢালাইয়ের কাজ সম্পন্ন করে থাকলেও বাদবাকি রাস্তাটি কাঁদামাটিযুক্ত থাকায় একটু বৃষ্টি হলে চলাচল করার অনুপযুক্ত হয়ে পড়ে, বিশেষ করে মাধবপুর (টুকেরগাঁও) গ্রামের জনসাধারণ অসুস্থ হলে যাতায়াত করাটা খুবি মুশকিল হয়ে পড়ে।
দুটি গ্রামের হাজারো জনসাধারণের চলাচলের একমাত্র যোগাযোগের সড়কটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করতে সিলেট ১ আসনের মাননীয় এম,পি বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী জননেতা ড. এ কে আব্দুল মোমেন স্যার, সিলেট সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ ও মোগলগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিরন মিয়ার সু-দৃষ্টি কামনা করেন সর্বস্তরের জনসাধারণ।