ইসলামপুরে বর্ষার জমা জলে ডুবে মৃত্যু ১ শিশুর

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG_20210917_175653

এনবিটিভি ডেস্ক: ইসলামপুর থানার হুর্সি অঞ্চলের ঘুঘুপাড়া গ্রামের 4 জন বাচ্চা জমে থাকা বর্ষার জলে ডুবতে ডুবতে তিনজন প্রাণে বাঁচলেও নাজিরা খাতুন নামের একজন বাচ্চার প্রাণ কেড়ে নিল।

জানা গিয়েছে , 4 জন মিলে দুপুর 1 টা নাগাদ স্নান করতে নামে জোমে থাকা বর্ষার জলে । জলের পরিমাণ বেশি হওয়ায় চারজনই নিয়ন্ত্রণ হারিয়ে ক্রমশ জলের তলায় তলিয়ে যেতে থাকে।  এলকার মানুষজন দেখে তড়িঘড়ি জলে নেমে তিনজনকে প্রাণে বাঁচাতে পারলেও নাজিরা খাতুন ( মায়া ) নামের 12 বছরের বাচ্চা মেয়েটিকে বাঁচাতে সক্ষম হয়নি গ্রামবাসী ।

আরও জানা গিয়েছে, যে জায়গায় বাচ্চাটি ডুবে মারা গেছে , ওই জায়গায় কোনও রকম পুকুর ছিলনা।  অতি বর্ষার কারণে প্রায় ৭-৮ ফুট জল জমে গেছে।  যার ফলে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গ্রামের লোকজন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রামে ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর