গোলাম হাবীব, মালদা:মঙ্গলবার সকাল ৯ টা নাগাদ আলমটোলা প্রাথমিক বিদ্যালয়ে একটি টি পূর্ণবয়স্ক বিষধর গোখরা সাপ দেখতে পায় স্থানীয় গ্রামবাসীরা এবং আতঙ্কিত হয়ে পড়েন।
এরপর ওই স্কুলের জড়ো হয়ে যায় আশেপাশের মানুষজন l তৎক্ষণাৎ খবর পৌঁছায় এলাকার স্বেচ্ছাসেবী সংগঠন “হেলপ ফর ইউ ফাউন্ডেশন”এর প্রেসিডেন্ট মানবেন্দ্র দাস মহাশয় এর কাছে। তিনি বিলম্ব না করে বিষয়টি জানান কালিয়াচক ফরেস্ট রেঞ্জ আধিকারিক ইন্দ্রজিত দাস মহাশয়কে l সঙ্গে সঙ্গে ফরেস্ট রেঞ্জ আধিকারিক সাপটিকে উদ্ধার করার জন্য দ্রুততার সঙ্গে একটি উদ্ধারকারী দলকে পাঠায় এবং অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করা হয় l
উদ্ধারকারী দলের সদস্যরা জানান,” সাপটিকে নিয়ম মেনে জঙ্গলে পুনরায় ছেড়ে দেওয়া হবে” l
এই ব্যাপারে ইন্দ্রজিত দাস মহাশয় এলাকাবাসীর উদ্দেশ্যে জানান, “এই প্রাণীরাও এই বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং তাই তাদেরও সুরক্ষিত ও সংরক্ষণ করা দরকার। আসুন আমরা আমাদের ভবিষ্যৎ বাঁচাতে বন্যপ্রাণী রক্ষায় হাত মেলাই।”