
সানরাইজার্স হায়দরাবাদের এখনও আইপিএলের প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। বাকি সব ম্যাচ জিততেই হবে। এই সময় দলের জন্য নিজের সেরা খেলাটাই দিতে চান মহম্মদ শামি। যদিও দিল্লির বিরুদ্ধে শেষ ম্যাচে সুযোগ পাননি তিনি। ২০২৩ সালের বিশ্বকাপে চোট পেয়ে ১৪ মাস মাঠের বাইরে ছিলেন শামি। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ফেরেন, তবে এখনও সেরা ফর্মে ফেরেননি।

আইপিএলে এ বছর ৯টি ম্যাচ খেলে মাত্র ৬টি উইকেট পেয়েছেন শামি। পাঞ্জাবের বিরুদ্ধে ৪ ওভারে ৭৪ রান দিয়ে কিছুটা চাপেও পড়েছেন। তবুও তিনি চিন্তিত নন। শামি বলেন, ” সুস্থ হতে অনেক সময় লাগে। ঘরোয়া ক্রিকেটে খেলেই ধীরে ধীরে ফর্মে ফিরছি।”
তিনি আরও বলেন, “এখন ২০০ নয়, ৩০০ রান তাড়া করার মানসিকতা নিয়ে মাঠে নামি। আমাদের দলের বোলিং বিভাগ খুবই শক্তিশালী, স্পিনার আর পেসার—সবাই দুর্দান্ত।”