নদীয়ায় পৌরনির্বাচনের আগেই বড়সড় ভাঙন বিজেপিতে

এনবিটিভি, নবদ্বীপ: মঙ্গলবার সন্ধ্যায় নদীয়ার নবদ্বীপ পৌরসভার প্রাচীন মায়াপুর জামতলা মোড় এলাকায় ২১ ও ৬ নম্বর  ওয়ার্ডের তৃণমূলের দলীয় কার্যালয় সভার সামনে অনুষ্ঠিত হয় রাজনৈতিক যোগদান সভা। আর ওই সভাতেই তৃণমূলে যোগদান করে প্রায় দু’শো মতো বিজেপি কর্মী।

 তাদের প্রত্যেকের হাতে দলীয় পতাকা তুলে দেয় তৃনমূলকংগ্রেস কর্মীরা। বিজেপিতে কাজের মানুষের তুলনায় নেতার কাছের মানুষের গুরুত্ব বেশি বলে ক্ষোভ উগড়ে দেয় ২১ নম্বর ওয়ার্ডের দীর্ঘ দিনের বিজেপি কর্মী  নির্মল অধিকারী। এছাড়া বিজেপি র অভ্যন্তরীণ গোষ্ঠী দ্বন্দ্বের জন্য আগামী দিনে আরো কর্মীরা তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন বলেই দাবি করেন তিনি।

বিজেপি ছেড়ে তৃণমূল এ যোগদান করাই নতুন কর্মীদের অভিনন্দন জানিয়েছেন নবদ্বীপ পৌরসভার পৌর প্রশাসক বিমান কৃষ্ণ সাহা। তবে বিধানসভার ভোটে বড়সর হারের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান কোনো নতুন ঘটনা নয়।

Latest articles

Related articles