ফুটবল খেলতে গিয়ে প্রাণ হারালো কৃষ্ণনগরের এক প্রতিভাবান ফুটবলার!

সুরজিৎ দাস, নদীয়া: ফুটবল খেলতে খেলতে মৃত্যু হল এক ফুটবলারের। মৃত ফুটবলারের নাম দেবজ্যোতি ঘোষ, বয়স আনুমানিক 26 বছর। ঘটনাটি ঘটেছে নদীয়ার ধুবুলিয়া থানার বেলপুকুর এলাকায়। 

জানা যায়, নদিয়ার কৃষ্ণনগরের চৌরাস্তা সুকুল রোডের বাসিন্দা দেবজ্যোতি ঘোষ। ছোট থেকেই ফুটবলের প্রতি প্রবল আগ্রহ। ফুটবলের ভালোবাসায় তাকে পৌঁছে দিয়েছিল কলকাতায়। জানা যায়, কয়েক দিন আগেই ইস্টবেঙ্গলের দ্বিতীয় টিমে খেলার জন্য চুক্তি করেছিল। এলাকাতেও ভীষণ প্রতিভাবান ফুটবলার হিসেবেই পরিচিত ওই যুবক। কলকাতাতে ইস্টার্ন রেলের হয়ে খেলত সে। নগরে নিজের ক্লাবের হয়ে একটি টুর্নামেন্ট খেলার জন্য এদিন বাড়ি এসেছিল। গতকাল ছিল ধুবুলিয়া পাড়ায় ওই ফুটবল টুর্নামেন্ট। সেখানে নবদ্বীপের একটি টিমের বিপক্ষে সেমি ফাইনাল খেলছিল ধ্রুবজ্যোতি। ফুটবল খেলতে খেলতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সে। 

এরপর উপস্থিত থাকা মেডিকেল টিম প্রাথমিক চিকিৎসা করার পর ধুবুলিয়া হাসপাতালে তাকে নিয়ে যায়। চিকিৎসকরা অবস্থার অবনতি দেখে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করে। শক্তিনগর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। শোকের ছায়া নেমে আসে ফুটবলের মাঠে। কৃষ্ণনগর ক্লাবের ফুটবল কোচ পার্থ বিশ্বাস বলেন, “প্রথম থেকেই দেবজ্যোতির ফুটবলের প্রতি খুব শ্রদ্ধা ছিল। কিভাবে ওর বাড়ির লোককে সামলাবো সেটাই বুঝে উঠতে পারছিনা”।

Latest articles

Related articles