এনবিটিভি, ওয়েব ডেস্ক: অস্থায়ী বিধান কী করে স্থায়ী বিধানে পরিণত হল। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বাতিল নিয়ে এমনই প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। ২০১৯-এর ৫ অগস্ট জম্মু-কাশ্মীরে অনুচ্ছেদ ৩৭০ বাতিল করেছিল কেন্দ্র।কেন্দ্রের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছে সুপ্রিম কোর্টে।
সেই মামলার শুনানিতে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে জানিয়েছে, অনুচ্ছেদ ৩৭০-কে সংবিধানে একটি অস্থায়ী বিধান হিসাবে উল্লেখ করা হয়েছে। ১৯৫৭ সালে জম্মু ও কাশ্মীরের গণপরিষদের মেয়াদ শেষ হয়। তারপর সেই অস্থায়ী বিধান কী করে স্থায়ী বিধানে পরিণত হল। পাশাপাশি, গণ পরিষদের অস্তিত্বই যেখানে নেই, সেখানে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের সুপারিশ কীভাবে করা যেতে পারে।শীর্ষ আদালত আরও জানিয়েছে, এই অনুচ্ছেদ কার্যকর হবে কি হবে না তা গণবিজ্ঞপ্তি দিয়ে জানাতে পারেন রাষ্ট্রপতি। মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে।