গোরক্ষপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে এবিভিপির হামলা, গ্রেফতার ২২

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

c5fbf50a9db1

এনবিটিভি, ওয়েব ডেস্ক: উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের হামলার ঘটনায় শনিবার ২২ এবিভিপি কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ।

ঘটনাটি কি?

জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের দুর্নীতির প্রতিবাদে গত এক সপ্তাহ ধরেই বিক্ষোভ দেখাচ্ছিল এবিভিপির সদস্যরা। উপাচার্যের কুশপুত্তলিকা পোড়ানো হয়। আলোচনায় বসার প্রতিশ্রুতি দেন উপাচার্য। যদিও এবিভিপির অভিযোগ, শুক্রবার তারা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করতে চাইলেও তা মানা হয়নি। তাতে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায়। উপাচার্যের কার্যালয় ভাঙা হয় এবং উপাচার্য ও অধ্যাপকদের মারধর করা হয় বলেও অভিযোগ।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে, পুলিশের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। গ্রেফতার করা হয় ২২ জনকে। এদিকে শীর্ষ নেতৃত্বে পালটা পুলিশের বিরুদ্ধে তাদের সদস্যদের হেনস্তার অভিযোগ এনেছে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর