চেয়েছিলাম মোরা এক শান্তির রাষ্ট্র,
বিজেপি ক্ষমতায় এসে করে দিল নষ্ট।
হাজারও ঝড় তুফান আসুক না কেন,
মোরা বিজেপির বিরোধ করবো।
বিজেপি দাঙ্গা লাগাতে শুধু ব্যাস্ত,
মোরা চাই বিজেপি মুক্ত রাষ্ট্র।
ভোট আসলেই বিজেপি শুধু,
করিতে চলে নানা রকম চক্রান্ত।
আইন,উকিল,আদালত সবই আজ অন্ধ,
অর্থের লোভে হয়েছে বিজেপির দাসত্ব।
সংবিধানের মূল্য দিতে পারিলোনা এখনো,
এদের আবার মান-সম্মান বোধ আছে কি কখনো ?
সাম্প্রদায়িক দাঙ্গাতে করিল দেশ উত্তাল,
দেশে ভরে উঠলো মদ,গাঁজা আর মাতালে।
বেটি পড়াও,বেটিবাঁচাও যারাই বলছে আজ,
তাদের’ব্যাকগ্রাউন্ড’দেখো জঘন্য চরিত্র এবং ধোকাবাজ।
যারাই আজ দেশের রক্ষক তারাই এখন ভক্ষক,
তারাই আবার দাবীদার-আমরাই দেশের রক্ষক।
সেকুলারিজম কান্ট্রি বলতে আজ ভীষণ লজ্জা পায়,
কুলাঙ্গার সরকারের অধীনস্থ সব,কি আর করা যায়।
‘এন.আর.সি’ নিয়ে করিল কতই না কেলেঙ্কারি,
তার মধ্যে আবির্ভাব হল ‘করোনা’ মহামারী।
করোনা-‘লকডাউনে’ সরকারের মুনাফা বৃদ্ধি হয়,
দেশের কিন্তু ক্ষতি হচ্ছে সেটা জনগণ বুঝল নাই !
শ্রমিকদের- প্রতি কেন এত অন্যায় অবিচার ?
জালিম সরকার, এদের পতি করিল অত্যাচার।
বিজেপি দের ব্যর্থতা ‘আত্মগোপন’ কেন ভাই ?
তার পিছনে কারণ হচ্ছে দাঙ্গা লাগানোর বড়াই।
সকল দেশের সঙ্গে আজ সম্পর্ক কেন ফাটল,
এর পিছনে দায়ী কেন্দ্র সরকারের মহল।
আচ্ছে দিনের প্রতিশ্রুতি দিয়েছিল মোদী,
তার বদলে এসেছে, ‘দালাল’ মিডিয়া গদি।
পনেরো লাখের ‘স্বপ্ন’ দেখি মাঝে মাঝে,
রাজনীতি শুধু একই যেন বিজেপি বোঝে।
বিজেপির ডায়লগ শুধু, যেন সু-মহান,
চোর,ডাকাত,গুন্ডা আর ধর্ষক আছে বিদ্যমান।
অযোগ্যদের দ্বারায় আজ চলছে শাসন কার্য,
এটাই কি ভুল নয়, দেশ ধ্বংসের শর্ত।
দলাদলি ছাড়ুন এখন, দেশকে রক্ষা করতে,
বিজেপি মুক্ত, স্বাধীন করব ভারতবর্ষকে।
সকল দলকে, বলছি আমি দেশকে বাঁচাও,
‘বিজেপির’ বিরুদ্ধে মোকাবেলায় ঐক্য হও।
Related articles