Tuesday, April 22, 2025
30 C
Kolkata

জোটের ব্যাপারে আনন্দ শর্মার আপত্তি, বিজেপির কর্মসূচিতে সাহায্য করবেন না ; কড়া বার্তা অধীরের

বাংলায় জোট নিয়ে আরও একবার স্পষ্ট হয়ে উঠল কংগ্রেসের অন্দরের ফাটল। সিপিএম এবং আব্বাস সিদ্দিকির দল আইএসএফ–এর সঙ্গে জোট এবং সর্বোপরি ব্রিগেডে একই মঞ্চে অবস্থান— এই নিয়ে সোমবার অধীর চৌধুরিকে বিঁধেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা আনন্দ শর্মা। বলেছিলেন, ‘‌মৌলবাদী’‌ শক্তির হাত ধরে এভাবে আসলে সাম্প্রদায়িকতাকেই মদত দিচ্ছে রাজ্য কংগ্রেস। যা আসলে কংগ্রেসের নীতির বিরোধী। অথচ গুজরাট দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে যিনি অভিযুক্ত বলে অনেকে বিশ্বাস করেন সেই মোদিকে প্রশংসায় ভরিয়ে দেওয়া গোলাম নবী আজাদের ব্যাপারে তিনি কোনো মন্তব্য করেননি।

এবার তার বার্তা নিয়ে পাল্টা আনন্দ শর্মাকে বিঁধলেন লোকসভায় কংগ্রেস নেতা তথা রাজ্য কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরি। টুইটারে একের পর এক তোপ দাগলেন। বলতে ছাড়লেন না, যে আসলে বিজেপি–র সুরেই কথা বলছেন আনন্দ শর্মা। 
আনন্দ শর্মাকে উদ্দেশ্য করে অধীরের টুইট, ‘‌সিপিএম–এর নেতৃত্বাধীন বামেরা বাংলায় ধর্মনিরপেক্ষ জোট করেছে, যার অবিচ্ছেদ্য অঙ্গ হল কংগ্রেস। আমরা বিজেপি–র সাম্প্রদায়িক এবং বিভেদ সৃষ্টিকারী রাজনীতিকে হারাতে বদ্ধপরিকর।’‌ এর পরেই জোটের আসনভাগের বিষয়টি স্পষ্ট করে দিলেন কংগ্রেস সাংসদ। বললেন, ‘‌কংগ্রেস নিজের প্রাপ্য সব আসনই পেয়েছে। বামেরা নিজেদের ভাগের থেকে নতুন গঠিন ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্টকে আসন দিয়েছে। সিপিএম–এর নেতৃত্বাধীন জোটকে মৌলবাদী বলার আপনার সিদ্ধান্ত আসলে বিজেপি–র মেরুকরণের অ্যাজেন্ডাই শক্ত করছে।’‌ 
এর পর সরাসরি আনন্দ শর্মাকে আক্রমণ করেছেন অধীর। লিখেছেন, ‘‌যাঁরা বিজেপি–র বিষাক্ত সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে চান, তাঁদের অবশ্যই কংগ্রেসকে সমর্থন করা উচিত এবং পাঁচ রাজ্যে প্রচারে নামা উচিত। বিজেপি–র অ্যাজেন্ডা মেনে দলকে হেয় করা উচিত নয়।

শর্মাদের সঙ্গে অধীর রঞ্জনের এই বিরোধের সূত্রপাত বেশ কয়েক মাস আগেই। আনন্দ শর্মারা বারবার অতীতে কংগ্রেস হাইকমান্ডের বিরুদ্ধে মুখ খুলেছেন। ২৩ জন প্রবীণ সোনিয়া গান্ধীকে শীর্ষ নেতৃত্বের কাজকর্মে ক্ষোভ প্রকাশ করে চিঠিও দিয়েছেন। তখন গান্ধী পরিবারের হয়ে ব্যাটন ধরেন অধীর। সেই থেকে তাঁর মতো গান্ধী পরিবার ঘনিষ্ঠদের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে আনন্দ শর্মা, গুলাম নবি আজাদদের। এবার সেই দূরত্ব আরও বাড়ল। নেপথ্যে বাংলার ভোট।

গত শনিবার ফের প্রকাশ্যে কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করেন গুলাম নবি আজাদ, আনন্দ শর্মারা। অন্যদিকে রবিবার মোদীর ব্যাপক প্রশংসা করেন আজাদ। সেই নিয়েও কটাক্ষ করেছেন অধীর। বলেছেন, ‘‌কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠীদের আবেদন করব, নিজস্ব আরাম, সুবিধার ঊর্ধ্বে উঠুন। যে গাছ ছায়া দিচ্ছে সেই দলকে হেও করবেন না।

Hot this week

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

মুম্বাইয়ের ভিলে পার্লের জৈন মন্দির ভাঙা ঘিরে বিতর্ক, রাস্তায় নেমে নীরব প্রতিবাদে হাজারো মানুষ

মুম্বাইয়ের ভিলে পার্লে এলাকায় অবস্থিত প্রায় ৯০ বছরের প্রাচীন...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

Topics

আইপিএস নুরুল হুদার পদত্যাগ, ওয়াকফ আইনের প্রতিবাদে রাজনীতিতে প্রবেশ

আইপিএস অফিসার নুরুল হুদা ওয়াকফ আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে...

হঠাৎ করেই বুকে ব্যথা…! ...

হঠাৎ করে বুকে ব্যথা হওয়ায় তৎকাল কমান্ড হাসপাতাল ভর্তি...

অবশেষে আইনি মতামত নিয়ে রাজ্যকে যোগ্য অযোগ্য তালিকা পাঠাচ্ছে এসএসসি

ফের পথে নামলেন চাকরি হারা শিক্ষক-শিক্ষিকারা। মানববন্ধন করে এসএসসি...

বামেদের ব্রিগেড ‘ফ্লপ শো’ বললেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার

গত রোববার ছুটির দিনে বামেদের ডাকে আয়োজিত হলো বিশাল...

জয় শ্রী রাম স্লোগান না দেওয়ায় মুসলিম কিশোরকে ভাঙ্গা কাঁচের বোতল দিয়ে বেধড়ক মার

উত্তরপ্রদেশের কানপুর গ্রামীণ এলাকার মহারাজপুর থানার অধীন সরসৌল অঞ্চলে...

Related Articles

Popular Categories