রাগে তিন তালাক দিয়ে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে শ্বশুরবাড়ির লোকজন জামাইকে জুতোর মালা পরিয়ে মারধর করে। রবিবার গোয়ালপোখর থানা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে গোয়ালপোখর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। তবে স্থানীয়দের বিক্ষোভে পুলিশ ফিরতে বাধ্য হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে তিনি গোয়ালপোখর থানা এলাকার বাসিন্দা স্থানীয় এক মেয়েকে বিয়ে করেছিলেন। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর সম্পর্কে ভাঙন ধরে। এই বিয়ে শনিবার ভেঙে যায়।
অভিযোগ উঠেছে তিন তালাক দেওয়ার পরে ওই যুবক স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেয়। এই ঘটনা গৃহবধুর বাপের বাড়ির লোকজনকে খুব রেগে যায়।
তবে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এরপরে জামাইকে হাত-পা বেঁধে জুতোর মালা পরিয়ে মারধর করা হয়। তবে অভিযুক্তের কাছ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি।