এনবিটিভি: মানুষের অনিয়ন্ত্রিত ও অসাবধানতা বশত কার্যাবলির জন্যই যথেচ্ছ হারে ক্রমশই আগুন লেগেই চলেছে।আবারও আগুন লেগে ভয়াবহ দুর্ঘটনা ঘটতে দেখা যায় বাসন্তী হাইওয়ের ধারে কলকাতা লেদার কমপ্লেক্সের চারতলা ট্যনারি বিল্ডিংয়ে।জানাযায়, ট্যানারি কারখানার ভিতরে বিরাট অংশের চামড়া মজুত করা রয়েছে। আর এই শুকনো চামড়াতে আগুন লেগে তা আরো ভয়াবহ আকার ধারন করেছে।মূলত, এর জেরেই বিস্তৃর্ণ স্থানজুড়ে আগুন ছড়িয়ে পড়ে।গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।এই ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কর্মী আগুনে প্রায় ঝলসে যায়। তড়িঘড়ি বাইপাসের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দমকলে সাতটি ইঞ্জিন পৌঁছায়। দমকল কর্মীরা বিল্ডিংটির বিভিন্ন জায়গা থেকে জোরকদমে আগুণ নেভানোর চেষ্টা করেন। মূলত কি কারণে এই আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। তবে একজন কর্মী ব্যাতিত বাকিদের নিরাপদে কারখানা থেকে বের করে আনা হয়।