নদীয়া, সুরজিৎ দাস, এনবিটিভি: ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো রানাঘাট শহরে। আজ সকাল সাড়ে দশটার সময় রানাঘাটের বিশ্বাস পাড়ার বাসিন্দা তুলসী ভট্টাচার্যের বাড়িতে আগুন লেগে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পুরো বাড়িময়।
এরপর স্থানীয়রা খবর দেয় রানাঘাট ফায়ার ব্রিগেডে। দমকলের একটি ইঞ্জিনের সহায়তায় ৪০ মিনিট পর আয়ত্তে আসে আগুন। পুড়ে ছাই হয়ে গিয়েছে আসবাবপত্রসহ কয়েকটি মূল্যবান জিনিস। দমকল কর্মীদের অনুমান শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে।
অগ্নিকাণ্ডের ঘটনা শুনে সেখানে এসে উপস্থিত হন রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্রের বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় সহ মুখ্য পৌর প্রশাসক কোশলদেব বন্দোপাধ্যায় ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা