এনবিটিভি ডেস্ক: দীর্ঘদিন ধরেই বিশেষত যোগী রাজ্যে লাভ জেহাদ একটি চর্চার বিষয় হয়ে দাঁড়ি়েয়েছে।
আর মূলত এই লাভ জেহাদের অভিযোগে অভিযুক্তদের একে একে গ্রেফতার করা হচ্ছে।এদিন আবারও সাকিব নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করে।পুলিশ সূত্রে জানাযায়, বিজনোরে এক তরুণীকে অপহরণ করে এবং জোরপূর্বক তাকে ধর্মান্তরিত করার অভিযোগে সাকিব নামের ওই যুবককে পুলিশ গ্রেফতার করে।বৃহস্পিবার বিজনোরের পুলিশ সুপার সঞ্জয় কুমার বলেন, মূলত সাকিব নিজের ধর্মীয় পরিচয় গোপন করে সোনু নামে ধামপুর এলাকার বাসিন্দা ওই তরুণীর সঙ্গে পরিচয় করেছিলো।পরবর্তীতে পরিকল্পিত এবং পরিস্থিতির সুযোগে তাঁকে অপহরণ এবং ধর্মান্তরণ করে। তরুণীর পরিবারের তরফে স্থানীয় থানায় তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছিল। তারই ভিত্তিতে তদন্ত করে সাকিবকেপুলিশ সুপার জানান, ওই তরুণী দলিত পরিবারের হওয়ায় সাকিবের বিরুদ্ধে ধর্মান্তরণ বিরোধী আইনের পাশাপাশি তফসিলি জাতি-উপজাতি আইনেও মামলা রুজু করা হয়েছে। গ্রেফতার করা হয়।’’