রফিকুল ইসলামকে পিটিয়ে মারার প্রতিবাদে সংখ্যালঘু কমিশনের দারস্থ AIMIM

উত্তর প্রদেশ ও‌ ঝাড়খন্ডের ন্যায় পশ্চিমবঙ্গেও মব লিঞ্চিংয়ের‌‌ শিকার মুসলিম যুবক। যুবকের নাম রফিকুল ইসলাম। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার চড়া বিদ্যা গ্রামে। চোর ‌সন্দেহে পিটিয়ে মারল RSS এর দুস্কৃতীরা। তার প্রতিবাদে West Bengal Minority কমিশনের দারস্থ হন অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনে (AIMIM) এর প্রতিনিধিরা। অভিযুক্তদের উপযুক্ত শাস্তি ও মৃতের পরিবারের ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানানো হয়েছে। এদিন সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন মমতাজ সঙ্ঘমিত্রা সদর্থক ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন AIMIM প্রতিনিধিদলকে।

অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিনের পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ AIMIM Zonal Commitee -র সাধারণ সম্পাদক সেখ সেলিম ও‌ কোষাধ্যক্ষ আজিজ আল হাসান যুগ্ম সম্পাদক, সৈয়দ দেলোয়ার হোসেন , কুতুব‌উদ্দিন, হিদায়াতুল্লাহ । রিয়াজ আহমেদ, আশাদ আহমেদ ,আশিস আরিয়া , নাসির শেখ প্রমুখ।

Latest articles

Related articles