এনবিটিভি ডেস্ক : ১৬ই সেপ্টেম্বর আকড়া হাই মাদ্রাসায় একদিনের কর্মশালার সমাপ্ত হলো। কর্মশালাটির আয়োজক ছিল মাস মাইনরিটি মিশন। সাধারণত করোনা আবহ কেন্দ্রীক কর্মশালা হলেও মানব জীবনের মানষিক নানা দিকের আলোচনা উঠে আসে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা এডুকেশনের প্রেসিডেন্ট আবু তাহের কামরুদ্দীন,আবু তালেব মোল্লা, ডাঃ সৌমেন কর, হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মোফাজ্জল আহমেদ প্রমুখ।
Popular Categories