নিউজ ডেস্ক : শবে মেরাজ উপলক্ষে হায়দ্রাবাদের সমস্ত ফ্লাইওভার বন্ধ রাখার ঘোষণা করল হায়দ্রাবাদ পুলিশ। শবে মেরাজ আগামী ১১ ই মার্চ উদযাপিত হবে সারা দেশজুড়ে। আর সেই উপলক্ষে হায়দ্রাবাদ পুলিশ কমিশনারের তরফ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে শবে মেরাজ উপলক্ষ্যে হায়দ্রাবাদের সমস্ত ফ্লাইওভার বন্ধ থাকবে রাত ১০ টার পর থেকে।
পুলিশ কমিশনার অঞ্জনি কুমার এ ব্যাপারে সমস্ত শহর বাসির সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য ৩০ শতাংশের বেশি মুসলিম অধ্যুষিত হায়দ্রাবাদ শহরের শবে মেরাজের রাত্রে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় রাস্তাঘাট সহ সব জায়গায়। এই কথা মাথায় রেখেই ফ্লাইওভার গুলিতে দুর্ঘটনা এড়ানোর জন্য গাড়ি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত পুলিশের। তবে জরুরি প্রয়োজনে গ্রীনল্যান্ড ফ্লাইওভার এবং ল্যাঙ্গার হাউস ফ্লাই ওভার খোলা থাকবে বলে জানানো হয়েছে।