“আমেরিকাবাসীদের দেওয়া সব প্রতিশ্রুতি পূরণ করবোই,” প্রথম দিনেই পূর্বের একগুচ্ছ নীতিতে বদল বাইডেনের

নিউজ ডেস্ক : নানা কানাঘুষো, বিদ্রোহ ও সমালোচনার পাশ কাটিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬ তম প্রেসিডেন্ট আসনে অভিষিক্ত হলেন জো বাইডেন। নভেম্বরের ভোট নির্বাচনের পর থেকে এই দিনটির অপেক্ষা করছিলেন আমেরিকার অধিকাংশ জনগণ। তাদের (জনগণ) প্রত্যাশা মতো প্রথম দিনেই জনগণের জন্য কাজ শুরু করে দেন বাইডেন।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষিক্ত হওয়ার প্রথম দিনই হোয়াইট হাউসের প্রাক্তন প্রেসিডেন্ট রিপাবলিকান অনুসারী ট্রাম্পের নীতিতে একগুচ্ছ পরিবর্তন আনেন তিনি। প্রথম দিনেই ১৫ টি নতুন নির্দেশপত্রে স্বাক্ষর করেন বাইডেন। সাথে সাথে পূর্বের একাধিক নিরাপত্তা নীতিতেও বিকল্প আনেন তিনি ।

এ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে পূর্বের রিপাবলিকান ট্রাম্পের অনুসৃত পথের উল্টোদিকেই হাটবেন বাইডেন। হোয়াইট হাউস সূত্রের খবর, ট্রাম্পের বেশ কয়েকটি নীতিতে বদল আনেন তিনি, যেমন- আবহাওয়া সম্পর্কিত প্যারিস চুক্তির পুনরপ্রবর্তন, মেক্সিকো বর্ডারে দেওয়াল নির্মাণ বন্ধ, এবং মুসলিম যাত্রার বিধিনিষেধ ও তুলে নেওয়া হয়েছে।

বুধবার এক সাংবাদিক বৈঠকে বাইডেন বলেন, ” আমেরিকাবাসীকে আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করবোই। আজ তার প্রথম দিন, আর এই দিনটির সমস্ত কার্যকলাপ নিয়ে আমি গর্বিত। তবে এগুলি পদক্ষেপ মাত্র, এখনো অনেক লম্বা যাত্রা আমাদের পাড়ি দিতে হবে”।

Latest articles

Related articles