বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট ডাঃ কাফিল খানের বিরুদ্ধে করা সমস্ত কেস বাতিল করল। ২০১৯ সালের ডিসেম্বর মাসে ডাঃ কাফিল খান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত নাগরিকত্ব আইন CAA নিয়ে বক্তব্য রেখেছিলেন।
CAA এর বিরুদ্ধে বক্তব্য রাখায় তাঁর বিরুদ্ধে কেস করেছিল উত্তরপ্রদেশ সরকার। বৃহস্পতিবার এলাহাবাদ হাইকোর্ট ডাঃ কাফিল খানের বিরুদ্ধে আনা সমস্ত কেস বাতিল করল।
এই রায়ের পরে ডাঃ কাফিল খান ‘লং লিভ ডেমোক্রাসি’ (গণতন্ত্র দীর্ঘজীবী হোক) বলে মন্তব্য করেন।
তিনি আরোও বলেন, “আজকের এই রায়ের মধ্যে দিয়ে উত্তরপ্রদেশের মানুষের উপরে যোগী আদিত্যনাথের সরকার যে বেশি বাড়াবাড়ি করছে সেটা প্রকাশ পেয়ে গেল।”
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে এলাহাবাদ হাইকোর্ট ডাঃ কাফিল খানের বিরুদ্ধে এনএসএ (ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্ট) আইনে কেস করা হয়েছিল, সেই কেস বাতিল করে অবিলম্বে জেল থেকে ছাড়ার নির্দেশ দিয়েছিলেন।