সুরজিৎ দাস, নদীয়া, এনবিটিভি: দুয়ারে সরকার প্রকল্পে বেনিয়নের অভিযোগ উঠলো এক রেশন ডিলারের নামে। নদীয়ার নবদ্বীপের ঘটনা। দুয়ারে রেশনে গঙ্গার ধারে ছবি সেশন করে দোকান থেকে নিতে হবে রেশন সামগ্রী এমনি অভিযোগ তুললেন রেশনের পন্য সামগ্রী নিতে আশা সাধারন মানুষেরা।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয় দুয়ারে রেশন প্রকল্প। যেখানে বলা হয় সাধারন মানুষের বাড়ি বাড়ি পৌঁছে যাবে রেশন সামগ্রী কিন্তু সেই নিয়মের বেনিয়ম দেখা গেল নদীয়ার নবদ্বীপে। নবদ্বীপের এক রেশন ডিলার টোটো নিয়ে এবং হাতের ছাপ দেওয়া মেশিন নিয়ে আসে গঙ্গার ধারে। এরপর ওই এলাকায় যারা ওই রেশন ডিলারের ক্রেতা ও অন্যান্যদের দাঁড় করিয়ে চলে ছবি সেশন।
এরপর যারা ওই দোকানের ক্রেতা তাদের বলা হয় রেশন পণ্য রেশন দোকানে গিয়েই আনতে হবে। বহুদুর থেকে এসেও রেশন সামগ্রী না মেলায় ক্ষুব্ধ হন রেশন দোকানের ক্রেতারা। অবশেষে এই বিষয়ে রেশন ডিলার কে প্রশ্ন করা হলে ও রিপোর্টারের ক্যামেরা দেখে ক্ষুব্ধ হয় রেশন ডিলার।