এনবিটিভি, ওয়েব ডেস্ক: স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৪৮ নাগাদ জোরালো ভূমিকম্পে দুলে উঠল আমেরিকার আলাস্কা উপদ্বীপ। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল প্রায় ৭.৪। কম্পনের উৎসস্থল ছিল আলাস্কার স্যান্ডপয়েন্ট থেকে ৮৯ কিলোমিটার দক্ষিণে।
ঘটনার পরই পালমারের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে আলাস্কার উপকূলবর্তী এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়। বিভিন্ন এলাকায় সুনামি সতর্কতায় রাতেই সাইরেন বাজানো শুরু হয়ে যায়। আতঙ্কে বাড়িঘর ছেড়ে বেড়িয়ে আসে স্থানীয়রা। প্রায় ঘণ্টাখানেক পর সুনামি সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।