জনসংখ্যার ভারসাম্য নষ্ট করে আমির খানরা, ফের মুসলিম বিদ্বেষী মন্তব্য বিজেপি সাংসদের

নিউজ ডেস্ক : ফের মুসলিম বিদ্বেষী মন্তব্য হিন্দুত্ববাদী বিজেপি নেতার মুখে। অভিনেতা আমির খানের বিবাহ-বিচ্ছেদ নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ সুধীর গুপ্তা। বললেন, আমিরের মতো লোকের জন্যই দেশের জনসংখ্যার ভারসাম্য নষ্ট হয়। মধ্যপ্রদেশের মন্দসৌর লোকসভা কেন্দ্রের সাংসদ এও বললেন, ‘যারা বলে আমির খানের ডিম বেচা ছাড়া অন্য কাজ করার মস্তিষ্ক নেই, তারা ঠিকই বলে।’ পাকিস্তানের অনেক ভূখণ্ড চলে গেলেও সেখানে মুসলিমরা না হয়ে ভারতে আছে এটাই সমস্যা কট্টর মুসলিম বিদ্বেষী এই নেতার।

 

 

সদ্য কিরণ রাওয়ের সঙ্গে ১৫ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করেছেন আমির। কোনও সমস্যা ছাড়াই পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে দু’জনের। মিলিত বিবৃতিতে তাঁরা এও জানিয়েছেন, বিচ্ছেদ হলেও সম্পর্ক খারাপ হয়নি তাঁদের। বিচ্ছেদের পর দুজনকে একসঙ্গে লাইভে আসতে দেখা ও গিয়েছে। সন্তান আজাদ রাও খানের খেয়াল রাখবেন দু’জনেই। একসঙ্গে কাজ করতেও আপত্তি নেই কারও। এমনকি কয়েকদিন আগে কাশ্মীরে আবার একসঙ্গে দেখা গিয়েছে কিরন এবং আমিরকে। কিরণের আগে প্রথম স্ত্রী রিনা দত্তের সঙ্গেও বিবাহ-বিচ্ছেদ হয়েছিল আমিরের। এ নিয়ে সুধীর গুপ্তা বলে বসলেন, ‘আমির প্রথম স্ত্রী রিনা দত্তকে দুই সন্তান সহ ছেড়ে দিয়েছিলেন। এক সন্তান সহ কিরণ রাওকে ছেড়ে দিলেন। দাদু হওয়ার বয়সে এখন আবার তৃতীয় বউ খোঁজার চেষ্টা করছেন।’

 

 

বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে গেরুয়া সাংসদ আরও বলেন, দেশভাগের সময় পাকিস্তানের দিকে একটা বড় অংশের জমি চলে গেলেও সেই অনুপাতে মানুষ যায়নি, বরং এদিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। ভারতের জনসংখ্যা দিনে দিনে ১৪০ কোটিতে পৌঁছলেও জমি আর বাড়েনি। এই ভারসাম্য নষ্ট হওয়ার পেছনে দায়ী আমিরের মতো লোকরাই। আমির খানের ডিভোর্স নিয়ে এত চিন্তিত বিজেপি নেতারা নিজেদের গুরু মোদির বিনা কারণে স্ত্রীকে ত্যাগ করার বিষয়ে নিরব কেন সেই প্রশ্নও তুলছেন বিরোধিরা। আবার জনসংখ্যার বৃদ্ধির পিছনে এমন আজব যুক্তি খোঁজার কারণে হিন্দুত্ববাদী এই নেতার অজ্ঞতা এবং মুসলিম বিদ্বেষের উচ্চতা দেখে অবাক নেট দুনিয়া।

Latest articles

Related articles