আমসু-র আঞ্চলিক কমিটি গঠন ভেটারবন্দ নতুন বাজারে

এনবিটিভি, নিজস্ব সংবাদদাতা: আজ, সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থার(আমসু) করিমগঞ্জ জেলার রাতাবাড়ী সমষ্টির অন্তর্গত ভেটারবন্দ নতুন বাজারে একটি শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠিত হয়।
ওই সভায় আমসু-র বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সামাজিক বিভাগের উপর নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন।
তন্মধ্যে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছাদিক আখতার বলেন- বর্তমান সময়ে স্বার্থ ছাড়া অসহায় মানুষদের পাশে আমসু-র কর্ম অপরিহার্য।
জেলা সভাপতি মাওলানা বাহারুল ইসলাম বলেন, বর্তমান সময় আমাদের সমাজে ড্রাগস সেবন ও তার রমরমা ব্যবসা প্রতিরোধ করতে আমসুর অভিযান অব্যাহত থাকবে।
জেলার সাধারণ সম্পাদক আব্দুল হাই বলেন, আমসু এমন একটি সংগঠন, যার পরিচয় তার কার্যক্রম ই যথেষ্ট।
সবার শেষ মুহূর্তে ২১জন সদস্য বিশিষ্ট এক শক্তিশালী আঞ্চলিক কমিটি গঠন করা হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বুরহান উদ্দিন ও বদরুল হোসেন কে নিযুক্তি দেওয়া হয়।

উক্ত কমিটি গঠনে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমসু-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কাজী ছাদিক আখতার , করিমগঞ্জ জেলা সভাপতি ম‌ওলানা বাহারুল ইসলাম,
সাধারণ সম্পাদক আব্দুল হাই , সহ-সভাপতি সালমান আহমদ ও সহ-সম্পাদক রেজাউল করিম।
সাথে উপস্থিত ছিলেন- আনিপুর আঞ্চলিক কমিটির সভাপতি সামিমুল হক ও আছিমগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি আহাদুর রাজা চৌধুরী প্রমুখ ‌।

Latest articles

Related articles