নাম না করে অনুব্রতকে তোপ তৃণমূলেরই মন্ত্রী সিদ্দিকুল্লা চোধুরীর

নিজস্ব সংবাদদাতা: ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বদ্ব। বীরভূমের তৃণমূল জেলা সভাপতিকে তোপ দলেরই সিদ্দিকুল্লা চৌধুরীর। শুক্রবার সদাইপুরের যাত্রা গ্রামে সভা ছিল জমিয়ত উলেমায় হিন্দের। ওই সভায় উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তথা মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী। এই সভাতেই নাম না করে তিনি জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের আগাম প্রার্থী ঘোষনার কড়া সমালোচনা করেন।

সিদ্দিকুল্লা বলেন, কেউই দল বিক্রি করে খেতে চাইলে ভুল করবেন। যা খুশি করলে মেনে নেওয়া হবে না। অনুব্রতকে কটাক্ষ করে তিনি বলেন, দল থেকে সরে গেলেই বোঝা যাবে কার ওজন 70কেজি না 5 কেজি। এদিন দলীয় নেতৃত্বকেও পরোক্ষে হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, জমিয়ত তৃণমূলকে সমর্থন করে মমতার ওপর আস্থা রেখে। অহংকারের জবাব পাবলিক দেবে। সিদ্দিকুল্লার অভিযোগ উড়িয়ে দিয়েছেন অনুব্রত।

Latest articles

Related articles