এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): অবশেষে গ্রেফতার হলেন হাইলাকান্দি জেলা অগপর সভাপতি। শিলচর বিমানবন্দর থেকে হাইলাকান্দি আরক্ষী গ্রেফতার করে অগপর সভাপতিকে। গ্রেফতার করে হাইলাকান্দি নিয়ে আসা হয়। লক ডাউনের সময় হাইলাকান্দি জেলার মোহনপুর সমবায় সমিতিতে সংঘঠিত হয়েছিল ৪০ লক্ষ টাকার চাউল আত্মসাতের ঘটনা। এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন সমিতির পরিচালনা সমিতির সচিব । সচিবের
বিরুদ্ধে হাইলাকান্দি জেলা প্ৰশাসনেও মামলা করেছিল। এই মামলার ভিত্তিতে ৫ মাস পর আরক্ষী অগপর সভাপতিকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়।
উল্লেখ্য, ধৃত সচিব ৫ মাস থেকে পলাতক ছিলেন। অন্যদিকে, গ্ৰেপ্তারের পর শিলচর বিমানবন্দরে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেন তিনি , তার গ্রেফতারীকে আলগাপুর সমষ্টির বিধায়কের রাজনৈতিক ষড়যন্ত্ৰ বলে মন্তব্য করেন জেলা অগপর সভাপতি ।