‘স্ব-নির্ভর নারী’: আত্মনির্ভর আসামের শুভ আরম্ভ করেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201010-WA0024

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): রাজ্যের সকল মহিলাকে স্বাবলম্বীকরণের এক বৃহৎ পদক্ষেপ গ্রহণ করে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল চন্দ্রপুর আসাম সরকারের অভিলাষী পরিকল্পনা ‘স্ব-নির্ভর নারী’, আত্মনির্ভর আসামের শুভ আরম্ভ করেন। এই পরিকল্পনায় প্রথম পর্যায়ের জন্য মোট ১৪৪৭.৪৭ কোটি টাকা ধার্য করা হয়েছে।

এই পদক্ষেপের দ্বারা আর্থিক ভাবে পিছিয়ে পড়া সকল মহিলাকে আত্মনির্ভর করে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে এবং ইহার অধীনে MGNREGA র দ্বারা ২.৮৫ লক্ষ আত্মসহায়করা উপকৃত হবে। সঙ্গে কৃষি, হস্ত তাঁত ও বস্ত্র শিল্প, পশুপালনের মত বিভিন্ন ক্ষেত্রে কারিগরী কৌশল সম্পর্কেও তাদের অবগত করা হবে।

অনুষ্ঠানের সঙ্গে সঙ্গতি রেখে মুখ্যমন্ত্রী অনুষ্ঠানিকভাবে পরিকল্পনাগুলির উদ্বোধন করেন। প্রথম পর্যায়ের পরিকল্পনা রাজ্যের ২০৯ টি ব্লকে রূপায়ণ করা হবে যার দ্বারা ৪ লক্ষ পরিবার উপকৃত হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর