বাংলাদেশে পৌঁছাল ভারতের দেওয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

received_320361525764941

রিপোর্টার
মোহাম্মদ রেজাউল ইসলাম চুয়াডাঙ্গা

ভারতের দেওয়া ঈদ উপহার ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন বাংলাদেশে এসে পৌঁছেছে। সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টার সময় ভারতের গেদে থেকে চুয়াডাঙ্গার দর্শনা জয়নগর চেকপোস্ট এলাকা দিয়ে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। নতুন আসা ১০টি ইঞ্জিনের সবকটি ব্রডগেজ লোকোমোটিভ। ইঞ্জিনগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী কুদরত-ই-খোদা। ভারতের পক্ষে উপস্থিত ছিলেন রেলওয়ে ট্রাফিক বিভাগের পরিদর্শক অশোক কুমার বিশ্বাস। ১০টি ব্রডগেজ রেল ইঞ্জিন নেয়া হবে পার্বতীপুর ও ঈশ্বরদীতে।

দুই দেশের রেলমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্রডগেজ রেল ইঞ্জিন হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। পরে ভারত থেকে বাংলাদেশে এসে পৌঁছায় রেল ইঞ্জিনগুলো। নতুন ব্রডগেজ রেল ইঞ্জিন দেশে আসায় কিছুটা সমস্যা দূর হবে রেল যোগাযোগে। দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে সকল আনুষ্ঠানিকতা শেষে পার্বতীপুরে ৫টি ও ঈশ্বরদীতে ৫টি ইঞ্জিন পাঠানো হবে। এর আগে হুইসেল বাজিয়ে ভারতের সময় দুপুর ৩টা ২০ মিনিটে গেদে থেকে ইঞ্জিনগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেল ৪টা ৫ মিনিটে দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে এসে ইঞ্জিনগুলো এসে পৌঁছালে ফুল ছিটিয়ে বরণ করে নেয়া হয়।

ব্রডগেজ রেল ইঞ্জিন গ্রহণের সময় দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনে উপস্থিত ছিলেন রেল ভবন ঢাকার অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মনজুর-উল আলম চৌধুরী, পশ্চিম রাজশাহী রেলের মহাব্যবস্থাপক মিহির কান্তি, পশ্চিম রাজশাহী রেলের প্রধান প্রকৌশলী আল ফাত্তা মাসউদুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পুলিশ সুপার জাহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান, দর্শনা আন্তর্জাতিক রেল স্টেশনের সুপারিন্টেনডেন্ট মীর লিয়াকত আলী প্রমুখ।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর