আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে পালিত হল ট্রাফিক সচেতনতা সপ্তাহের শেষ দিন

উজ্জ্বল দাস, আসানসোল: আসানসোল- দুর্গাপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে ট্রাফিক সচেতনতা সপ্তাহের শেষ দিনে একটি রালি করা হয়।

রালিটি শুরু হয় বার্নপুরের স্টেশন রোড থেকে গিয়ে শেষ হয় পুলিশ লাইনে। জানা গেছে, মানুষকে সচেতন করতেই এই উদ্যোগ। এদিন পথ চলতি মানুষকে সচেতনতার পাশাপাশি প্রত্যেক বাইক আরোহীদের হেলমেট পরার পরামর্শ দেয় বলে জানা গেছে। এদিন
সচেতনতার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শেষ হয় এদিনের ট্রাফিক সচেতনতা।

Latest articles

Related articles