নিউজ ডেস্ক : বিজেপি শাসিত রাজ্য গুলোতে শান্তির বাতাবরণ এক অলীক কল্পনা ছাড়া কিছু নয় বলে মনে করেন বিজেপি সমালোচকরা। কিন্তু বিজেপির প্রার্থী হয়েও এমন মনে করাটা সম্পূর্ণ অপ্রত্যাশিত হলেও তেমনি করলেন বাংলার ফাস্ট বোলার এবং বর্তমানে বিজেপি প্রার্থী অশোক দিন্দা। সরাসরি টুইট করে এমন কথাই লিখলেন তিনি। তবে রাজনৈতিক মহলে হইচই পড়ে গেলেও ফাস্ট বোলার দিন্দা তার বলের মতো দ্রুত গতিতে তার টুইট ডিলিট বা সংশোধন করেননি যা নিয়েও উঠছে প্রশ্ন।
ঠিক কী লিখেছিলেন বাংলার স্পিডস্টার? বাংলায় তৃতীয় দফা নির্বাচনের দিনেই পা পড়েছিল প্ৰধানমন্ত্রী নরেন্দ্র মোদির। তাঁকে স্বাগত জানাতে গিয়েই মহা-ভুল করে বসেন তিনি। “আর নয় রাজনৈতিক হত্যা। আসবে অশান্তি। শান্তির বার্তা নিয়ে বঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী মোদীজি। এবার আসবে আসল পরিবর্তন।” ভুল করে ‘অশান্তি’ লিখে ফেললেও তা সংশোধন করা হয়নি এখনো। এরপরেই রাজনৈতিক ট্রোলের শিকার তারকা।