গুজরাট বিশ্ববিদ্যালয়ের হামলার শিকার হওয়া বিদেশী ছাত্রদের নতুন হোস্টেলে স্থানান্তরিত করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কতৃপক্ষ।
এদিকে তারাবির নামাজ পড়া অবস্থায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সোমবার আরো তিনজনকে গ্রেফতার আহমেদাবাদ।
আটকৃতরা হলো ক্ষিতিজ কমলেশ পান্ডে, জিতেন্দ্র ঘনশ্যাম প্যাটেল এবং সাহিল অরুণভাই দুধতিউভা
তাদের বিরুদ্ধে বেআইনি সমাবেশ, দাঙ্গা এবং হামলা সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এর আগে ১৬ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বয়েজ হোস্টেলে ২০-২৫ জন ব্যক্তি তারাবির নামাজ পড়া বিদেশী শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এ হামলায় আফ্রিকা তুর্কমেনিস্তান, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের শিক্ষার্থীরা আহত হন।