আক্রান্ত দিলীপ ঘোষ,অভিযোগ তৃণমূলের দিকে

এনবিটিভি ডেস্ক, ২০২০ তে ভোট নয়, ইতিমধ্যেই ২০২১ র ভোটকে মাথায় রেখে কাজ করার সিদ্ধান্ত নিচ্ছেন দলগুলি। দলগুলির মধ্যে থেকে বিজেপি এখনি অতপর হয়েছে জনসংযোগ করতে।

সম্প্রতি দিলীপ ঘোষ নিউটাউনের জোতভীম এলাকায় নতুন একটি আবাসনের ফ্ল্যাটে থাকতে শুরু করেছেন। সেখানে প্রতিদিনই মর্নিং ওয়াকে বেরিয়ে জনসংযোগ সারেন তিনি।স্থানীয় লোকজনের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি চা চক্রের মতো ছোট ছোট কর্মসূচিও করেন। বুধবারও তেমনই একটি চা চক্রের আয়োজন করা হয় ওই আবাসনের পিছনের দিকে আঠেরতলা বাজারে। দিলীপ ঘোষ সেখানে যাওয়ার আগে থেকেই সেখানে গন্ডগোল শুরু হয়। তিনি পৌঁছনোর পর তা চরমে ওঠে।

বচসা, ধস্তাধস্তি গড়িয়ে গেল গাড়ি ভাঙচুর পর্যন্ত। দিলীপকে রক্ষা করতে বন্দুক উঁচিয়ে ধরতে হয় দেহরক্ষীদের, খবর এমনও। তাঁর জনসংযোগ কর্মসূচি ভেস্তে দিতে তৃণমূল পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে বলে বিজেপির অভিযোগ।

তবে এ অভিযোগ অস্বীকার করে ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, দিলীপ বাবু এলাকায় অশান্তি করতে চাইছিলেন তাই জনগণ উনার সঙ্গে এই আচরণ করেছে এর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কোন যোগ নেই।

কংগ্রেস নেতা অধীর চৌধুরি এইএঘটনার তীব্র নিন্দা করেছেন জানিয়েছেন।।

Latest articles

Related articles