সচেতনতা বাড়াতে পথে পুলিশ, বাজারে বাজারে বিলি মাস্ক, মাস্ক না পরলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কলকাতা পুলিশের

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

IMG-20201020-WA0030

এনবিটিভি ডেস্ক: পুজোর মুখে মাস্ক নিয়ে ফের রাস্তায় পুলিশ। শহরের ব্যস্ত এলাকায় মাস্ক বিলি করলেন পুলিশ কর্মীরা। দুদিন পরেই দুর্গাপুজোর ষষ্ঠী। কলকাতার বড় বড় বাজারগুলিতে মানুষের ঢল। সোশ্যাল ডিস্ট্যানসিংয়ের তোয়াক্কা না করেই চলছে পুজোর কেনাকাটা। কারও মুখে নেই মাস্ক। কারও আবার মাস্ক ঝুলছে থুতনিতে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে জনতাকে সতর্ক করতে মাস্ক হাতে রাস্তায় নামতে হল পুলিশকে।

পুলিশ সূত্রে খবর, মাস্ক নিয়ে এই অভিযান এখন চলবে। পুজোর ভিড়ে কারও মুখে মাস্ক না থাকলে তাঁকে প্রথমে অনুরোধ করা হবে। কারও সঙ্গে মাস্ক না-থাকলে স্থানীয় ক্লাব বা পুজো সংগঠকদের কাছ থেকে চেয়ে তাঁর জন্য মাস্কের ব্যবস্থা করার চেষ্টা হবে। কিন্তু কেউ যদি মাস্ক পরার পরামর্শে কর্ণপাত না করেন, তখন তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর