গাজায় নিহত মায়ের পেট থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

Screenshot_1

ইসরায়েলি বিমান হামলায় নিহত এক নারীর গর্ভ থেকে প্রসব করা কন্যাশিশুটি জন্মের মাত্র কয়েক দিন পরেই মারা গেছে। শিশুটিকে তার মায়ের কবরের পাশে দাফন করা হয়েছে।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক শুক্রবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। গাজার একটি হাসপাতালে জন্মের পর ওই শিশুটির নাম রাখা হয়েছিল সাবরিন আল-রুহ।

শিশুটির মা সাবরিন আল-সাকানি (আল-শেখ) শনিবার রাতে অবরুদ্ধ গাজা উপত্যকার দক্ষিণের শহর রাফাতে ইসরায়েলি হামলায় নিহত হন।

এর আগে গত রোববার মধ্যরাতে রাফার হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশু সাবরিন আল-সাকানিকে মায়ের পেট থেকে জীবিত উদ্ধার করেন চিকিৎসকরা। সে সময় তাকে অন্য শিশুদের সঙ্গে ইনকিউবেটরে। তার কোমরে একটি টেপ বেঁধে লেখা হয় ‘শহীদ সাবরিন আল-সাকানির সন্তান।’

জন্মের পরই চিকিৎসকেরা জানিয়েছিলেন শিশুটির অবস্থা গুরুতর। ১ দশমিক ৪ কেজি ওজনের এই শিশু অপরিণত অবস্থায় জন্ম নেওয়ায় তার শ্বাসপ্রশ্বাসে মারাত্মক সমস্যা ছিল। হাসপাতালে ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চিকিৎসকরা শিশুটিকে বাঁচানোর জন্য লড়াই করেছিলেন।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর