এনবিটিভি, ওয়েব ডেস্ক: কুস্তিগিরদের যৌন হেনস্তা মামলায় বৃহস্পতিবার অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে জামিন দিল দিল্লির আদালত।
আদালতের তরফে জানানো হয়, ব্রিজভূষণের মামলার রায় আপাতত স্থগিত রাখা হচ্ছে। সেই সঙ্গে দিল্লি পুলিশের অবস্থানের দিকেও নজর রাখা হয়েছে আদালতের তরফে। যেহেতু ব্রিজভূষণের জামিন নিয়ে দিল্লির পুলিশের তরফে কোনও আবেদন করা হয়নি তাই আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্তের বিরুদ্ধে।