আমফান ক্ষতিগ্রস্ত জেলার পাশে বাংলা সংস্কৃতি মঞ্চ ও আমফান রিলিফ নেটওয়ার্ক

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

FB_IMG_1589358058344

নিজস্ব সংবাদদাতা, এনবিটিভি, দক্ষিণ ২৪ পরগণা: ফের আমফান ক্ষতিগ্রস্ত জেলার পাশে বাংলা সংস্কৃতি মঞ্চ ও আমফান রিলিফ নেটওয়ার্ক। বিভিন্ন জায়গায় ব্যাবস্থা করা হয়েছে কম্যুনিটি কিচেনের। পাটলিখানপুর অঞ্চলে ৫০০ পরিবারের কাছে খাবার, জামাকাপড় এবং ত্রিপল দিয়েছে এই সংস্থা। দমদমে ১১০ টি পরিবারের হাতে দিয়েছে খাবার ও ত্রিপল। কুলতলীতে ৩০০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ত্রান।

রবিবার ওয়েস্ট বেঙ্গল ডক্টর্স ফোরাম এবং শ্রমজীবী স্বাস্থ্য সংস্থার উদ্যোগে ৬জন ডাক্তারের একটি মেডিকেল টিম ‘নেটওয়ার্ক’-এর অনুপ্রেরণায় দক্ষিণ মহিষপুকুর গ্রামে পৌঁছন। সেখানে একটি স্বাস্থ্যশিবির পরিচালনা করেন ও ওষুধ বিতরণ করেন।

যদিও, মগরাহাট থানার যুগদিয়া গ্রামে একটি ‘কম্যুনিটি কিচেন’ চালু করা হয়েছে। ৪০০ মানুষকে আগামী এক সপ্তাহ ধরে দু’বেলা রান্না করা খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে এই সংস্থা। মূলতঃ ছাত্রছাত্রীদের একটি গ্রুপের উদ্যোগে এটি চলছে। সাহায্য করছে ‘গ্রাউন্ড জিরো’ সংগঠন এবং ‘নেটওয়ার্ক’-এর সদস্যরা।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর