এনবিটিভি ডেস্কঃ গতকাল ১লা অক্টোবর, ২০২১ বারুইপুর পুলিশ জেলার এসপি অফিস কনফারেন্স হলে আয়োজিত হয়েছিল “ফরেনসিক সায়েন্স এবং ক্রিমিনাল ইনভেসটিগেশান”- এর বিষয়ে একটি অভিনব সেমিনার।
আধুনিক যুগে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে একদিকে যেমন মানুষের কাজে আসছে। ঠিক তার বিপরীতে এই প্রযুক্তির দ্বারা দিনকে দিন অপরাধ মূলক কাজ বেড়ে চলেছে।সেই জন্য প্রশাসনিক বিভাগ আরও শক্তিশালী করছেন তাদের তদন্তের অস্ত্র শস্ত্র।
জেলা পুলিশের আমন্ত্রণে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির প্রাক্তন ডিরেক্টর ডাক্তার ডি পি সেনগুপ্ত এবং State Advocate শ্রী অনিরুদ্ধ ঘোষ। এই সেমিনার- কাম- ওয়ার্কশপে জেলার সর্বমোট ষাটজন পুলিশ অফিসার ছিলেন যার মধ্যে তিরিশ জন পিএসআই। এছাড়াও বিভিন্ন সার্কেল ইন্সপেক্টর ও জোনাল ডিএসপি এবং এসডিপিও সাহেবরাও ছিলেন শ্রোতা হিসেবে। সেমিনারটির প্রধান উদ্দেশ্য ছিল কিভাবে সায়েন্টিফিক এভিডেনস কালেকশন করা উচিত এবং তদন্তের প্রামাণ্য বিষয় যথাযথ কেশ ডায়েরিতে তুলে ধরা উচিত সেসমস্ত বিষয়ে তদন্তকারী অফিসারদের অবহিত করানো, যার ফলে দোষীদের যথার্থ শাস্তি হয়।