পানীয় জলের সংকট মেটাতে উদ্যোগী বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

নলকূপ বসান কাজ চলছে।
নলকূপ বসান কাজ চলছে।

এনবিটিভি, বসিরহাটঃ উত্তর ২৪ পরগনা জুড়ে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। পানীয় জলে মধ্যে মেলে মাত্রাধিক আর্সেনিকের পরিমাণ। আর্সেনিক মুক্ত জলের জন্য প্রয়োজন গভীর নলকূপ আর সেই সমস্যার সমাধান করতে উদ্যোগী হলেন বসিরহাট উত্তরের বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল।


নিজের বিধায়ক তাহলবিলের টাকায় দীর্ঘ একমাস ধরে প্রত্যন্ত গ্রামগুলিতে গভীর নলকূপ বসানোর কাজ করিয়ে চলেছেন। এদিন হাসনাবাদ ব্লকের মুরাসিয়া গ্রাম পঞ্চায়েতের ঘোলা গ্রামে জামে মসজিদ সংলগ্ন জায়গায় একটি গভীর নলকূপের উদ্বোধন করেন।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসনাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি এসকেন্দর গাজী সহ, ব্লক ও পঞ্চায়েতের বিভিন্ন পদাধিকারী ব্যক্তিগণ।


বিধায়ক রফিকুল ইসলাম মন্ডল জানান, যেসব জায়গার মানুষজন বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছে সেই জায়গা গুলি চিহ্নিত করে আমরা একমাসের মধ্যেই সমাধান করার চেষ্টা করবো।

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর