এনবিটিভি ডেস্কঃরামকৃষ্ণ মিশনের সদর দফতর বেলুড় মঠ আগামী ২০২২ সালের ১লা জানুয়ারী পর্যন্ত ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে। সোমবার এক বিজ্ঞপ্তির দ্বারা বেলুড় মঠ কর্তৃপক্ষ জানায় ।
বেলুড় মঠ হল রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয়। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর পশ্চিম পাড়ে অবস্থিত বেলুড় মঠ কলকাতা-সন্নিহিত অঞ্চলের অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাব-আন্দোলনের প্রাণকেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তগণ আসেন বেলুড় মঠে।
সাধারণ সম্পাদকের জারি করা বিবৃতিতে বলা হয়েছে, “এক অনিবার্য কারণে আগামী বছর ১লা জানুয়ারী পর্যন্ত বেলুড় মঠ প্রাঙ্গণ ভক্ত এবং দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।”