বিধানসভা অধিবেশন বয়কট বঙ্গ বিজেপির; দেখালো বিক্ষোভ

NBTV ONLINE DESK

NBTV ONLINE DESK

images (1)

এনবিটিভি, ওয়েব ডেস্ক: ‘রাজ্যে হচ্ছে নারী নির্যাতন অথচ মুখ্যমন্ত্রী নিচ্ছেনা কোনো পদক্ষেপ’ এই অভিযোগ তুলে বিধানসভা অধিবেশন বয়কট বঙ্গ বিজেপির। বুধবার বিধানসভা অধিবেশন মুলতুবি প্রস্তাব আনে বিজেপি। অভিযোগ, স্পিকার মুলতুবি প্রস্তাব পড়তে দেননি। এরপরই অধিবেশন ছেড়ে বেরিয়ে আসেন বিজেপির বিধায়করা এবং বিক্ষোভ শুরু করেন।

বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন, “সাতগাছিয়া থেকে পাঁচলা, বাংলার জেলায় জেলায় মেয়েরা অত্যাচারিত। কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। কোথাও নগ্ন করে ঘোরানো হচ্ছে। সেদিকে মহিলা মুখ্যমন্ত্রীর কোনও ভ্রুক্ষেপ নেই। মণিপুর নিয়ে উনি কাঁদছেন। বাংলার মেয়েদের জন্য চোখের জল কোথায়? মণিপুরে যা হয়েছে, তা অত্যন্ত নিন্দনীয়। কিন্তু বাংলার পরিস্থিতিকে আমরা অস্বীকার করতে পারিনা।”

Facebook Comments Box

সম্পর্কিত পঠিত খবর

সর্বশেষ খবর