এনবিটিভি, ওয়েব ডেস্ক: সুপ্রিম কোর্টে ধাক্কা বিজেপির। “মণিপুরের নারী নির্যাতনের সাথে বাংলার তুলনা চলেনা” সাফ জানিয়ে দিলেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়।
প্রয়াত বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁসুরি স্বরাজ শীর্ষ আদালতে সওয়াল করেন, মণিপুরের মহিলা নির্যাতনের পাশাপাশি পশ্চিমবঙ্গ, রাজস্থান ও ছত্তিশগড়ের ঘটনার দিকেও নজর দেওয়া উচিত সুপ্রিম কোর্টের। সওয়াল শুনেই প্রধান বিচারপতি জানান, “আমরা এমন একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা করছি যেখানে জাতিবিদ্বেষী হিংসার কারণে মহিলাদের উপর নির্যাতন চালানো হচ্ছে। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যেও নারী নির্যাতনের ঘটনা অবশ্যই ঘটেছে। কিন্তু মণিপুরের পরিস্থিতি একেবারেই আলাদা। মণিপুরের ঘটনাকে যুক্তিসঙ্গত হিসাবে তুলে ধরতে গিয়ে যদি অন্য রাজ্যের ঘটনা তুলে ধরা হয়, সেটা একেবারেই উচিত নয়।”