শামীম গাজি,এনবিটিভি, ভাঙড়:আজ সকালে ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামের পশ্চিম পাড়াতে ইব্রাহিম মোল্লার বাড়িতে গরুর ভূষির বস্তায় একটি বিষাক্ত সাপ দেখতে পায়। খুব বুদ্ধিমত্তার সাথে ইব্রাহিম মোল্লা সেই সাপকে একটি কৌটায় বন্দি করেন। সেটি অজগর সাপ বলে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে,আশপাশের গ্রামের মানুষজন দেখার জন্য ভিড় করতে থাকে।
দীর্ঘ তিন ঘন্টা পর বনদপ্তর এর আধিকারিকরা ঘটনাস্থলে এসে সেই সাপটি উদ্ধার করে । তারা তারা জানান এটি অজগর সাপ নয় এটা চন্দ্রবোড়া সাপ। অবশেষে বনদপ্তর বিদায় নিয়ে চলে যান।।