নিজস্ব সংবাদদাতা: ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আজ ভাঙড়ের ফুলবাড়ি গ্রামের একটি ইসলামিক ধর্ম সভায় বক্তব্য রাখেন। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভাঙ্গড় ক্যানিংয়ের মানুষ যদি আমার দেওয়া ক্যান্ডিডেট কে জিতিয়ে দেয় তাহলে ক্যানিং,জিবনতলা,কাশিপুর ও ভাঙড় এই সমস্ত এলাকার মানুষের জন্য ভাঙড়ের পীর সৈয়দ আলী আসগার রহমাতুল্লাহ আলাইহির নামে একটি বড় হাসপাতাল তৈরি করা হবে।
নিচের লিংকে ক্লিক করে দেখুন
তার সেই বক্তব্য