এনবিটিভি ডেস্ক: ভারতরত্ন ভূপেন হাজারিকার বাসগৃহ মেরামতির দায়িত্ব নিয়েছেন আজমল। আগামী কাল থেকেই আরম্ভ হচ্ছে গৃহের কাজ। পদ্মভূষণ, ভারতরত্ন -এর মতো তাৎপর্যবহ পুরস্কারে ভূষিত ভূপেন হাজারিকার বাসগৃহ নতুনভাবে সাজিয়ে দিবেন ধুবড়ির সাংসদ মওলানা বদর উদ্দিন আজমল।
প্রয়াত ভূপেন হাজারিকার বাসগৃহের দুরাবস্থার খবর সংবাদ মাধ্যমে প্রচার হওয়ার পর এই ঘোষনা দিলেন বদর উদ্দিন আজমল। আগামী কাল থেকেই বাসগৃহ মেরামতির কাজ আরম্ভ করাবেন আজমল।