আজ ভারতজুরে বন্ধের ডাক সংযুক্ত কিষাণ মোর্চার

কৃষক আন্দোলনের এক বছর অতিক্রান্ত, আজও মেলেনি কোন সুরাহা। কৃষকদের দিল্লির বুকে কনকনে ঠাণ্ডাই কাটানো বিনিদ্র রজনীর ফল হিসাবে কেন্দ্রের মোদি সরকার তাঁদের হাতে ধরিয়ে দিয়েছেন a big zero। আন্দলনে ছেদ পড়েছে এতদিনে ঠিকই ; কিন্তু আন্দোলন থামেনি। ২০২০ সালের এই ২৭ সেপ্টেম্বর তারিখেই রাষ্ট্রপতি Farmers’ Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act, 2020 -এ সিলমোহর দেন। তারপর থেকেই দেশ জুড়ে চলেছে এই বিতর্কিত আইনের বিরুদ্ধে প্রতিবাদ। বছর ঘুরলেও কোনও সমাধানসূত্র আসেনি।

আজ ফের এই নতুন আইন বাতিলের দাবিতে আজ ভারত বন‍্‍ধ-এর ডাক দিয়েছে সংযুক্ত কিষাণ মোর্চা (Sanyukta Kisan Morcha)। সমর্থন জানিয়েছে বাম, কংগ্রেস-সহ ১৯টি রাজনৈতিক দল।বিশেষভাবে উল্লেখযোগ্য এই বন্ধকে মৌন সমরথন জানিয়েছে তৃনমূল কংগ্রেসও। সোমবার ভোর ৬ টা থেকে বিকেল ৪টে অবধি চলবে বন‍্‍ধ|

সংযুক্ত কিষাণ মোর্চা (SKM) সরকারি ও বেসরকারি অফিস, শিক্ষা ও অন্যান্য প্রতিষ্ঠান, দোকান, শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। যদিও হাসপাতাল, মেডিকেল স্টোর, ত্রাণ ও উদ্ধারকর্ম ইত্যাদি জরুরি পরিষেবাগুলিতে ছাড় দেওয়া হবে। ছাড় দেওয়া হবে কেউ যদি ব্যক্তিগত জরুরি কাজেও বের হন। মোর্চার তরফে আশ্বাস দেওয়া হয়েছে, স্বেচ্ছায় এবং শান্তিপূর্ণ উপায়ে এই বন্ধ কার্যকর করা হবে।

ভাঙ্গর,আরামবাগ,মালদা ও কলকাতায় দেখা গেল এই বন্ধের খণ্ড  খণ্ড চিত্র।

Latest articles

Related articles