নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে সাইকেল র‍্যালি ডোমকলে

সাহাবুল সেখ, ইসলামপুরঃ নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে ডোমকলে সাইকেল র‍্যালির আয়োজন করলেন ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরি। এই র‍্যালি ডোমকল থেকে শুরু হয়ে জলঙ্গী, সাগরপাড়া, রাণীনগর এবং ইসলামপুর হয়ে ডোমকল এসডিও মোড়ে শেষ হয়।

আজকের এই সাইকেল মিছিলে মুর্শিদাবাদের বিভিন্ন স্থান থেকে ১০০-র অধিক সাইকেল আরোহী যোগদান করেন।


সাইকেল মিছিলে নেতৃত্ব দেন ডোমকল মহকুমার এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরি।
আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার অ্যাডিশনাল এসপি, রাণীনগর ব্লক তৃণমূল কংগ্রেস নেতা আলহাজ জাকারিয়া হোসেন, ডোমকল, জলঙ্গী, সাগরপাড়া, রাণীনগর এবং ইসলামপুর থানার ওসি এবং সিভিক ভলান্টিয়াররা উপস্থিত ছিলেন।
ডোমকল এসডিপিও ফারুক মোহাম্মদ চৌধুরি জানান “নেতাজীর জন্ম জয়ন্তিতে আমরা এই মিছিল থেকে মূলত মানুষকে মাদক দ্রব্য থেকে সচেতন করতেই আয়োজন করেছি।”

Latest articles

Related articles