আলমগীর মোল্যা, ভাঙড়: আজ সকালে ভাঙ্গরে এক সাইকেল চোরকে ধরে গণধোলাই দিল জনগণ।
বেশ কয়েকদিন ধরে ভাঙ্গড়ে বিভিন্ন দ্রব্য ও সাইকেল চুরি হচ্ছে। পরপর কয়েক দিনে চুরির ঘটনায় সতর্ক ছিল বাজার কমিটি ও স্থানীয় মানুষজন।
আজ সকালে এক যুবক একজনের সাইকেল চুরি করতে যায় আর তখনই তাকে হাতেনাতে ধরে ফেলে উপস্থিত জনতা। তারপর শুরু হয় গণধোলাই।