আসানসোল পৌরনিগমের মেয়র হিসাবে দায়িত্ব গ্রহন বিধান উপাধ্যায়ের

আসানসোল, এনবিটিভি ডেস্ক:আসানসোল পৌরনিগমের মেয়র হিসাবে দায়িত্বভার গ্রহণ করলেন নব নির্বাচিত বিধান উপাধ্যায়।শুক্রবার পৌরনিগমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এদিন নব নির্বাচিত মেয়র বিধান উপাধ্যায়কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানালেন আসানসোল পৌরনিগমের কমিশনার নীতিন সিংঘানিয়া। এর পাশাপাশি এদিন আসানসোল পৌরনিগমের নব নির্বাচিত চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জিও দায়িত্বভার গ্রহণ করেন। এদিন দায়িত্বভার গ্রহণ করার পর আসানসোল পৌরনিগমের নব নির্বাচিত কাউন্সিলারদের নিয়ে এক বৈঠক করলেন মেয়র বিধান উপাধ্যায়।দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন মেয়রের স্ত্রী সুচিশমিতা উপাধ্যায়ও।

এদিন আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় বলেন, “আসানসোল শহরকে আরও উন্নত করে তুলবো সাধারন মানুষের সমস্যারগুলি মাথায় রাখবো আর সব সময় সাধারন মানুষের পাশে থাকবো”। এবং মেয়রের স্ত্রী সুচিশমিতা উপাধ্যায় বলেন,” সাধারন মানুষের সমস্যাগুলি মাথায় থাকবে। যতটা পারবো ঘরের কাজ থেকে বাইরের কাজে নিযুক্ত রাখার চেষ্টা করবো ওকে। আর আসানসোলের অন্যতম সমস্যা যানজট দূরীকরণের ব্যবস্থা করবো”।

Latest articles

Related articles